আজ ২৪ মার্চ মোবাইল কোর্ট পরিচালনার কোন পরিকল্পনা ছিল না। কিন্তু সকাল ১০ টায় যখন জানা গেল যে যাত্রাবাড়ী চালের আড়তের মালিকেরা অতিরিক্ত মূল্য কমানোর পরিবর্তে আরো মূল্য বাড়ানোর পাঁয়তারা করছে, এ উদ্দেশ্যে গতকাল রাত তারা মিটিং করেছে। সে মোতাবেক কিছু আড়ত বন্ধ রেখেছে। বাধ্য হয়েই ১১ টার সময় অভিযানে বের হই। এখন দিন গড়িয়ে ২৫ মার্চ রাত ০০ -১৫ ঘটিকা, অভিযান প্রায় শেষের দিকে।
অতিরিক্ত মূল্যে চাল বিক্রয় করায় রাজধানীর যাত্রাবাড়ীর ১৮ টি আড়তে অভিযান চালিয়ে ১৭ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে RAB -১০ এর সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমান আদালত।
অভিযান শেষে ব্যবসায়ীরা অঙ্গীকার করেন যে তারা আগামীকাল থেকে চালের দাম কমাবেন।
সকলের শুভবুদ্ধির উদয় হোক।
প্রতিদিনবিডি24/ম্যাজিষ্ট্রেট সারোয়ার আলমের ফেসবুক থেকে সংগৃহীত।
Leave a Reply