মনোয়ার হোসেন লিটন নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় নোভেল করোনা ভাইরাসের মহামারিতে বিপাকে পড়া ক্ষুদ্র আয়ের শ্রমজীবী মানুষের বাড়ীতে শুকনো খাবার পৌছে দিলেন, “গুড্ডি ফাউন্ডেশনের সহযোগীতায়” অত্র এলাকার রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা।
শনিবার সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের লক্ষিমারী গ্রামের শ্রমজীবী প্রায় ৫০ টি পরিবারের মাঝে ভ্যানযোগে বাড়ী বাড়ী গিয়ে (চাল, ডাল, আলু ও সাবান সহ একটি করে প্যাকেট) খাদ্য সামগ্রী পৌছে দেন তারা।
এ বিষয়ে রাবির শিক্ষার্থী সুজন চন্দ্র, বলেন, দেশের এ ক্রান্তিকালে সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষার্থী হিসেবে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো আমি কর্তব্য মনে করছি। মহামারিতে তাদের অবস্থা ভয়াবহ হতে পারে সে অনুভূতি থেকে তাদের পাশে দাঁড়ানো।
আমরা চাই সমাজের সকল সামর্থ্যবান মানুষ তাদের নিজ নিজ এলাকায় এসব শ্রমজীবী প্রতিবেশীর পাশে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিক, তাহলেই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে।
এসময় উপস্থিত ছিলেন একই ইউনিয়নের রাবির শিক্ষার্থী রায়হান গোলাপ, মোজাফফর রহমান জয়, আনিসুর রহমান রাশেদ, গোলাম রাব্বানী ও ঢাবি’র মধু কুমার রায়।
প্রতিদিনবিডি24/মনোয়ার হোসেন লিটন
Leave a Reply