একে আজাদ
ঢাকা-১৪ আসনের খেটে খাওয়া ৩২’হাজার পরিবারের খাবারের যোগান দিবেন মোঃ আসলামুল হক এমপি।বাড়ী বাড়ী খাবার পৌঁছে দিবে আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ কর্মীরা।
করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকা-১৪ আসনের জনপ্রতিনিধি মোঃ আসলামুল হক, এমপি তার নিজ আসনের প্রতিটি এলাকায় মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থাকার অঙ্গীকার করে প্রতিদিনের মত আজও ঘুরে বেড়িয়েছেন প্রত্যেকটি এলাকাতে। নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণসহ নানা কর্মসূচির তদারকি করেন।
মিরপুর ঢাকা -১৪ আসনের সাধারণ মানুষের খোঁজ খবর নেন, তিনি বলেন, “আপনারা দেখতেই পাচ্ছেন করোনা নামক বৈশ্বিক মহামারীতে সারাদেশের মানুষ আজ ঘর থেকে বের হচ্ছে না জীবন বাঁচানোর তাগিদে। আর এই জাতীয় দুর্যোগে ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি আপাতকালিন সময়ে খাদ্য সংকট মোকাবেলায় আমরা আগামী দুই মাস ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছি, যা পরবর্তি প্রয়োজনে আরও বৃদ্ধি করা হবে। আমার ঢাকা-১৪ আসনের ৮’হাজার নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারকে প্রতি ৮’দিন পরপর খাদ্যদ্রব্য সরবারাহের সিদ্ধান্ত নিয়েছি। প্রতি মাসে মোট ৩২’হাজার পরিবারের প্রায় দেড় লক্ষ মানুষে এই খাদ্য সহায়তার আওতায় থাকবেন।
স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে এই সহায়তা পৌঁছে দিয়ে আসবে। যাতে থাকছে ৬ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল। জনপ্রতিনিধি মোঃ আসলামুল হক বলেন, আমি জানিয়ে দিচ্ছি, আগামী দুই মাস ঢাকা-১৪ আসনের অসহায় ও কর্মজীবী মানুষদের খাওয়ানোর মত যথেষ্ট খাদ্যের যোগান আমাদের আছে। তাই কথা দিচ্ছি, আমার ঢাকা-১৪ আসনে একটি মানুষও কখনও খাদ্যের অভাবে কষ্ট পাবে না। আর অবশ্যই আপনারা বাসায় থাকবেন। একটা কথা মনে রাখবেন, আপনারা যাকে সাহায্য করছেন তারা প্রত্যেকেই কর্মজীবী। কেউ রিক্সা চালায়, কেউ গার্মেন্টসে চাকরি করে। তারা কেউ ভিখারি না। তারা পরিস্থিতির শিকার। তাই তাদের সাহায্য করে সেই ছবি ফেসবুকে দেবেন না।”
যেকোন জরুরি প্রয়োজনে ঢাকা-১৪ আসনের হটলাইন নাম্বারে কল দিন। আমাদের কর্মীরা আপনার প্রয়োজন অনুযায়ী খাদ্য সামগ্রী পৌঁছে দেবে। এই দুর্যোগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ কেউ বিচলিত হবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রক্ষা করবেন”।
প্রতিদিনবিডি24/একে আজাদ।
Leave a Reply