কভিডের বিস্তাররোধে সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এক প্রজ্ঞাপনে ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ১০ এবং ১১ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকায় সাধারণ ছুটির মেয়াদ বাড়লো ১১ এপ্রিল পর্যন্ত।
বুধবার বিকালে উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো বলা হয়েছে, জরুরি পরিসেবার (বিদ্যুৱ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদি) ক্ষেত্রে এ ব্যবস্থা প্রযোজ্য হবে না। কৃষিপণ্য, সার, কীটনাশক, খাদ্য, শিল্পপণ্য, চিকিৎসা সারঞ্জামাদি, জরুরি ও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচা বাজার, খাবার, ওষুধের দোকান ও হাসপতাল এ ছুটির আওতা বহির্ভুত থাকবে। জরুরি প্রয়োজনে অফিসসমূহ খোলা রাখা যাবে। প্রয়োজনে ওষুধশিল্প, উৎপাদন ও রফতানিমুখী শিল্প কারখানা চালু রাখতে পারবে। মানুষের জীবন জীবিকার স্বার্থে রিক্সা-ভ্যানসহ যানবাহন, রেল, বাস পর্যায়ক্রমে চালু হবে।
এছাড়া জনগণের প্রয়োজন বিবেচনায় ছুটিকালীন বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
দেশে কভিডের প্রকোপ নিয়ন্ত্রণে গত ২৬ মার্চ থেকে দেশে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। সেই ছুটি সীমিত আকারে বাড়ানো হতে পারে বলে মঙ্গলবার জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই অবরুদ্ধ অবস্থার মধ্যে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ যেন খাদ্য সঙ্কটে না পড়ে সে বিষয়ে ২৫ মার্চ রাতে জাতির উদ্দেশে ভাষণে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়াও কভিডের বিস্তাররোধে সরকার তিন পার্বত্য জেলার বৈসাবি উৎসবসহ ১৪২৭ বঙ্গাব্দের পয়লা বৈশাখের (১৪ এপ্রিল) সব আয়োজন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
এদিকে দেশে কভিডে আক্রান্ত হয়ে আরো একজন মারা গেছেন। এছাড়া নতুন করে তিনজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ছয় জনে এবং আক্রান্তের সংখ্যা হলো ৫৪ জন।
প্রতিদিনবিডি24/
Leave a Reply