♥🖤♥🖤♥🖤♥
তাপস মজুমদার (দাদা ভাই)।
দেখা হলো সবুজে ঘেরা বোটানিক্যাল গার্ডেনে।
কেড়ে নিলে সর্বস্ব, মায়াবী চোখের ধাঁধানো আকর্ষণে।
——- ছুঁয়ে দিলে হরেক রঙের গোলাপ আর বৃক্ষরাজি।
স্নিগ্ধ হাসির মুগ্ধতায় প্রেমে পরলাম আজি।
———কতো সুখের স্মৃতি দু’হাতে সরিয়ে,
—————হৃদয় টা বেদনায় ভরিয়ে,
নীল শাড়ীটা মিশে গেলো আকাশের নীলে।
আমায় রেখে গেলে এ কোন মায়াজালে ?
————আবার হবে কি দেখা ?
দেখা হোক হাতিরঝিলে, না হয় রবীন্দ্র সরোবরে।
হেঁটে ছিলাম দু’জনে দু’জনার হাতেধরে।
——–দেখা হোক আবার রমনার বটমূলে।
যেখানে গাঁদাফুল পরে ছিলো খোঁপা খুলে।
—–দেখা হোক বৈশাখের রঙিন মেলায়।
যেখানে মুখ আর মুখোশে সেজে ছিলাম দু’জনায়।
বারবার ফিরে স্মৃতিরা, তুমি ফিরছোনা কেনো ?
ফিরে এসো প্রিয়, স্বপ্নের হৃদয় টা শুন্য থাকেনা যেনো ।
———–তুমি না এলে প্রভাতে উঠবেনা রবি।
ভালোলাগা সুখময় স্মৃতি,পরে রইবে সবি।
আবার একটু দেখায়, জাগাও প্রেমের অনুভুতি গুলো।
না হয় বয়ে বেড়াবো বেদনার নীল কষ্টগুলো।
—————–হয়তো দেখা হবে একদিন,
———স্মৃতিরা তাড়া করবে ততোদিন।
————-যদি আর দেখা না-হয়
ভুলে যেও প্রিয় আঘাত দিয়েছি যতো।
কষ্টের স্মৃতি হৃদয়ে জড়িয়ে বাড়িও না ক্ষত।
এতো প্রেম,কতো স্মৃতি ভুলতে পারবোনা জানি।
——-হৃদয়ের ফ্রেমে বাঁধিয়ে রাখবো তোমার হাসিমাখা মুখখানি।
—— আবারও যদি দেখা হয়,
দোহাই করোনা অচেনার অভিনয়।
Leave a Reply