টাঙ্গাইলের সখীপুরের জঙ্গলে করোনাভাইরাস(কভিড-১৯) আক্রান্ত সন্দেহে ফেলে যাওয়া নারীর শরীরে সংক্রমণ ধরা পড়েনি। নমুনা পরীক্ষার ফল পাওয়ার পর এই তথ্য জানিয়েছেন চিকিৎসকরা। পরে তাকে ঢাকা মেডিকেলের সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হয়।
সোমবার রাতে সখীপুরের ইছাদিঘী গ্রামের জঙ্গল থেকে কান্নার শব্দ পান আশপাশের এলাকার মানুষ। পরে সেখানে পাওয়া যায় এক নারীকে। জানা যায়, ওই নারী করোনা আক্রান্ত বলে সন্দেহ করছিলেন তার ছেলে-মেয়েরা। গ্রামের বাড়ি শেরপুরের নালিতাবাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে তাকে ফেলে যাওয়া হয় জঙ্গলে।
খবর পেয়ে সখিপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজার সহযোগিতায় প্রশাসনের লোকজন গিয়ে ওই নারীকে উদ্ধার করে করেন। ওই রাতেই চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
পরে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়। বুধবার তার ফলাফল পাওয়া গেছে। এতে করোনার সংক্রমণ পাওয়া যায়নি ওই নারীর শরীরে। পরে তাকে ঢাকা মেডিকেলের সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হয় বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মুক্তাদির ভূঁইয়া।
জানা গেছে, এক ছেলে, দুই মেয়ে ও মেয়ের জামাই নিয়ে গাজীপুরের সালনা এলাকায় ভাড়া বাসায় থাকতেন ওই নারী।
প্রতিদিনবিডি24/সাইকা
Leave a Reply