চারিদিকে কত করুণ মৃত্যু
আহাজারি
বুকফাটা আর্তনাদ
মহা বিপর্যয়ের অশনি সংকেত
তবু নিরন্ন নিরুপায় ওরা
হাতের মুঠোয় বেঁধে নিয়ে প্রাণ
অপেক্ষায় থাকে
কখন এসে পৌছাবে ত্রাণের সামগ্রী
সকাল ঝিমায় দুপুর পুড়ে যায়
ব্রেকিং নিউজ বলে
নন্দীগ্রামের রক্তপিপাসু হায়েনার দল
আত্মসাৎ করেছে ওদের প্রাপ্য
ওরা কিংকর্তব্যবিমূঢ়
আর আমি খুব আশ্চর্য হয়ে
সংবাদ শিরোনাম থেকে সরিয়ে আমার
ঝাঁপসা দুটি চোখ
আরশের মালিকের দিকে তাকিয়ে থাকি…….
ডা. হেদায়েতুল ইসলাম বাদল
ধানমন্ডি
৩ঃ১৫ মি. অপরাহ্ন
১৬ এপ্রিল ২০২০
Leave a Reply