দেশরত্ন
….. ….. ….. ….. ….. ….. …
গোটা মানচিত্র জুড়ে এখন
মৃত্যুর আতঙ্ক
অসুখেই নাকি অনাহারে
কখন যে কোন সর্বনাশ হয়ে যায়
দুর্ভাবনায় বিপর্যস্ত অলস সময়
আরো বেশী দীর্ঘ
আরো অধিক অসহিষ্ণু মনে হয়
অথচ একমাত্র আপনি-আপনি ই শুধু
কী আশ্চর্য অটল আত্মবিশ্বাসে
দীপ্ত দৃঢ় শালপ্রাংশু ভঙ্গিতে
মমতার চাঁদর মোড়ানো
আপনার নিপুণ দুটি হাত দিয়ে
দিকভ্রান্ত মানুষগুলোর
দিশেহারা ধূসর
চোখের ক্যানভাসে
বেঁচে থাকার অদম্য স্বপ্ন এঁকে চলেছেন অবিরাম
আপনার বাবার মতোই নিজের কথা না ভেবে…
ডা. হেদায়েতুল ইসলাম বাদল
ধানমন্ডি
৭ঃ১৬ মি.
সন্ধ্যা
১৩ এপ্রিল ২০২০
Leave a Reply