গোপালগঞ্জের কাশিয়ানীতে জোর করে দোকান খুলে চা পান ও আড্ডা দেয়ার অপরাধে শেখ ইলিয়াস (৪৫) নামে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ এপ্রিল) দুপুর ২টায় কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাব্বির আহমেদ এ জরিমানা করেন।
শেখ ইলিয়াস কাশিয়ানী উপজেলার ডোমরাকান্দি গ্রামের শেখ শামচুল হকের ছেলে ও কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নেতা শেখ ইলিয়াস সরকারি নির্দেশনা অমান্য করে উপজেলার সাতাশিয়া বাজারের চায়ের দোকানদার ইলিয়াস কাজীকে দিয়ে জোর করে দোকান খোলান। পরে লোকজন নিয়ে সেখানে চা পান করেন ও আড্ডা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাব্বির আহমেদ সামাজিক দূরত্ব লঙ্ঘন করার অপরাধে ওই আওয়ামী লীগ নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
প্রতিদিনবিডি24/বিলকিস
Leave a Reply