উত্তর জানা নেই
………………………………………………
জানালার পাশে
যে আকাশটি ছিল নীল
সে এখন ধূসরবর্ণ
রেলিঙের ধারে যে সদাশয় বৃক্ষটি
ছিল সবুজে সবুজ
সে এখন পান্ডুর পাতাহীন
বনভূমির পাশে যে মায়ার নদীটি ছিল
স্রোতের আকর
সে এখন কল্লোলহীনা
নিঝুম জোছনায় নদীর বুকে ফিরেনা
লাস্যময়ী ইস্টিমার
পাখিরা ওড়েনা ধূসর আকাশে
আছে পড়ে ফলবান বৃক্ষটি অনূঢ়া
নিষ্প্রভ এই নিসর্গের মাঝে- নিগূঢ় নিমজ্জনে
শুধু বয়স্ক মানুষ থাকে প্রতীক্ষায়,
মনে মনে ভাবে
দুখের পরে সুখ, সুখের পরে কি……?
ডা. হেদায়েতুল ইসলাম বাদল
ধানমন্ডি
১০ঃ১২ মি. রাত
২৪ এপ্রিল ২০২০
প্রতিদিনবিডি২৪/
Leave a Reply