নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নে একই পরিবারের ঢাকা ফেরৎ গার্মেন্টস কর্মী, ফজিলার-(২৪) ও রওশন-(২০) নামের চাচাতো দুই ভাই-বোন করোনা ভাইরাস (কোভিড -১৯) এ আক্রান্ত হয়েছে।
আক্রান্ত দুইজন গোলনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চিড়াভিজা গোলনা গ্রামের ডাঙ্গাপাড়ার বাসিন্দা।
ওই দুই জন আক্রান্ত ভাই-বোন কে নীলফামারী সদর জেনারেল হাসপাতালের আইসোলেশনের জন্য পাঠানো হয়েছে, আশেপাশের ৪ টি বাড়ী লক-ডাউন করা হয়েছে।
এ নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩ জন এ দাড়াল।
এর আগে ১৩ এপ্রিল উপজেলার ধর্মপাল ইউনিয়নে ১ শিক্ষার্থীর দেহে করোনা পজেটিভ পাওয়া যায়।
আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর।
জলঢাকা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনার ডাঙ্গাপাড়া গ্রামে ঢাকা থেকে বাড়ীতে আসা ৩ জন মহিলা ও ১জন পুরুষের গত ২৫ এপ্রিল নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর হাসপাতালে পাঠানো হয়।
আজ রংপুর করোনা ভাইরাস পরীক্ষাগার থেকে ওই চাচাতো দুই ভাই-বোনের রির্পোট পজেটিভ আসে, বাকি দুইজন কে হোম কোয়ারেন্টিনেে রাখার নির্দেশ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ও স্বাস্থ্য কর্মকর্তাগণ।
প্রতিদিনবিডি২৪/মনোয়ার হোসেন লিটন।
Leave a Reply