অনলাইন ডেস্ক: নাসি
যেই চালের ৫০ কেজি’র বস্তা গত সপ্তাহে ছিল ২১০০ টাকা। সেই চালের বস্তার দাম আজ ১৭৫০ টাকা। অর্থাৎ কেজি প্রতি দাম কমেছে ৫ টাকা।
চাল কিনতে গিয়ে তথ্যটা জানতে পারলাম। সারাদিন টিভি দেখে , পত্রিকা পড়েও জানতে পারিনি।
একদিকে রোজা, অন্যদিকে করোনা- এই অবস্থায়ও যে দাম কমে, এই নিউজগুলো কেউ করে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই ক্রেডিট কেউ দিতে চায় না।
ফেসবুক থেকে সংগৃহীত:
প্রতিদিনবিডি২৪/নাসি
Leave a Reply