অনলাইন ডেস্ক ; একে আজাদ।
ঢাকা-১৪ এর আওয়ামীলীগ ও তাঁর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা আমার প্রাণ, আমি প্রতিবছর প্রতিটি ঈদ এবং অন্যান্য উৎসবে চেষ্টা করি সবাইকে নিয়ে সবার হাসি মাখা মুখে প্রতিটি উৎসব পালনের। প্রতিবার প্রতি ওয়ার্ডে আমাদের মূল সংগঠন ও প্রতিটি অঙ্গ- সংগঠনের কাছে পৌছে যায় আমার এই শুভেচ্ছা উপহার।
আপনারা জানেন আমরা ভয়ংকর এক সংকটাপন্ন দিন অতিক্রম করছি, এই সংকটাপন্ন দিনে প্রতিবারের মত আমার উপহার আপনাদের দরজায় পৌঁছে দিতে পেরে আমি আনন্দিত। আর আমাদের নেতা-কর্মীরা এই সংকটাপন্ন সময়ে আমার পাশে থেকে যেভাবে আমাদের খাদ্য বিতরণ প্রক্রিয়ায় সহযোগিতা করেছেন আপনাদের কাছে আমি আজীবণ কৃতজ্ঞ। আপনাদের বিতরণ সহযগীতার ফলেই আমার পক্ষে ৭০,০০০ এর চেয়েও অধিক পরিবারের মুখে হাসি ফোটানো সম্ভবপর হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় আর আপনাদের সহযোগিতায় ঢাকা-১৪ এর মানুষের মুখের হাসিই আমার আনন্দ, আমার সর্বোত্তম ঈদ উপহার। সবসময় আপনাদের পাশে যেনো সর্বাত্মকভাবে থাকতে পারি মহান রাব্বুল আলামিন আল্লাহ্ যেনো আমায় সেই নেক তৌফিক দান করেন। আর আমাদের নেত্রীর জন্যে সবাই দোয়া করবেন। উনার দিক নির্দেশনায় আমারা সোনার বাংলার কাঙ্খিত লক্ষ্যে খুব দ্রুতই অবতরন করবো। সবাই সরকার নির্দেশিত সকল স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সচেতনতাই এই সংক্রামন রুখতে পারে।
মোঃ আসলামুল হক এমপি’র ফেসবুক পেজ থেকে সংগৃহীত।
প্রতিদিনবিডি২৪/একে আজাদ।
Leave a Reply