নীলফামারী প্রতিনিধি ; মনোয়ার হোসেন লিটন
নীলফামারীর জলঢাকায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া “সকল মসজিদে পাচ হাজার করে টাকা” পবিত্র ঈদ উপহারের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে এ উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে ইমাম মোয়াজ্জিন ও সভাপতির হাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষে ঈদ উপহারের এই চেকগুলো হস্তান্তর করেন নীলফামারী – ৩ আসনের জাতীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুল হাসান, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু সহ প্রমুখ।
উপজেলাটিতে পৌরসভা সহ ১১টি ইউনিয়নে মোট ৬২২ টি মসজিদের ঈমাম মুয়াজ্জিন ও সভাপতির হাতে প্রত্যেকটিতে ৫ হাজার টাকার করে চেক প্রদান করা হয়।
প্রতিদিনবিডি২৪ / মনোয়ার হোসেন লিটন।
Leave a Reply