কনফেশন
………………………
অচীন দাঁড়কাকের অশুভ সন্তরণে
নিরঞ্জনা আকাশে এখন
মুঠো মুঠো অন্ধকার, দুঃখের হামাগুড়ি
শিয়রের পাশে রাবণের নির্মম তলোয়ার
আততায়ী হাতে নিজের কপাল
নিজেই কেটে কেটে
বাড়িয়ে তুলেছি বলিরেখা
খল নায়কের হাতে
গুঁজে দিয়েছি অদৃশ্য ট্রিগার
কুম্ভীপাক অতলে ডুবে যাবার
অমোঘ নিয়তি ছাড়া
উৎরে যাবার ন্যূনতম সম্ভাবনা নেই
তোমার স্বয়ম্ভু বিভূতি এবার
আমাদের দিকে ফিরিয়ে দাও
ধর্মাবতার
উপুর করে ঢেলে দাও মঙ্গলঘট
ফুরিয়ে যাওয়ার আগেই
পুনরায় ঘোষণা করো
ক্ষয়িষ্ণু আয়ূর নতুন ধারাপাত….
ডা. হেদায়েতুল ইসলাম বাদল
ধানমন্ডি
৩ঃ১৫ মি. অপরাহ্ন
২৬ মে ২০২০ খ্রীস্টাব্দ।
প্রতিদিনবিডি২৪/বাদল
Leave a Reply