প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই হুশিয়ারী দিয়ে বলেন, আমার কোনো চাওয়া পাওয়া নেই,আমার বেঁচে থাকাটাই একটি দূর্ঘটনা,
দূর্নীতিবাজ যেই হোক ছাড় নেই ;
সিনেমার শেষদৃশ্যঃ
পুলিশের হাতে মা’র খেয়ে রত্তাক্ত হওয়া সমাজে অন্যায়ের প্রতিবাদকারী সরল ছেলেটি এক সময় লাল কার্ড দেখিয়ে সেলুট নেয়।ততক্ষনে একদল অপরাধী, এমপি, মন্ত্রী, অফিসার পদ হারিয়ে শ্রী ঘরে যাওয়ার ব্যবস্থা হয়ে যায়।
তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনে সিনেমার শেষদৃশ্য এখন বাস্তবে রূপ নিয়েছে।এ পর্যন্ত বহু ক্ষমতাধর জনপ্রতিধি, ক্ষমতাধর সরকারী অফিসার প্রতিনিয়ত পদপদবী ক্ষমতা চাকরী হারিয়ে শ্রীঘরে যাচ্ছে।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পষ্ট নির্দেশ দূর্নীতিবাজ যেই হোক ছাড় নেই।সরকারী সম্পদ লুটপাট, গরীবের ত্রান আত্মসাধকারী, ত্রানচোর, চাঁদাবাজ, ঘুষখোর, রাষ্ট্রের সম্পদ আত্মসাধকারী, দলীয় ক্ষমতার অপব্যবহারকারী, দলীয় ক্ষমতার নাম ভাঙ্গিয়ে নাচনেওয়ালী, কেহই ছাড় পাবেনা।আমার জীবনে কোনো চাওয়া পাওয়া নেই, আমার বেঁচে থাকাটাই একটি দূর্ঘটনা, আমার সব কাজ দেশের জন্য,দেশের মানুষের জন্য।সমাজে দূর্নীতিবাজ একজন, ভাল মানুষ একলক্ষ।দূর্নীতিবাজ হটাও।দূর্নীতিবাজ কোনো দলের লোক নয়।এরা অপরাধী।
প্রতিদিনবিডি২৪/একে আজাদ;
Leave a Reply