অনলাইন ডেস্ক ;
বাংলাদেশ অনলাইন আওয়ামী টিম -বোট এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবু দেবব্রত দাসের অকাল মৃত্যুতে সংগঠনটি আজ তাদের কার্যনির্বাহী সংসদে’র সভায় একটি শোক প্রস্তাব আনয়ন করেন।
সভায় দেবব্রত দাসের রূহের শান্তির জন্য ১মিনিট নিরবতা পালন করেন,তার আত্মার শান্তি কামনা করেন,তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।সভায় বাবু দেবব্রত দাসের সহধর্মিনী রূম্পা রানী দাস উপস্থিত ছিলেন।
সভাটি বোটের সকল জেলার ও প্রবাসী সদস্যদের উপস্থিতিতে অনলাইনে পরিচালিত হয়।সভাটি যৌথ ভাবে সঞ্চালনা করেন সাংগঠনের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ ও সাধারন সম্পাদক আব্দুস সাত্তার রফিক।সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. হেদায়েতুল ইসলাম বাদল।
প্রেস বিজ্ঞপ্তি ;
প্রতিদিনবিডি২৪/
Leave a Reply