হালচাল ২০২০
… … … .. … … ..
হরতাল অবরোধের মতো
কোন কর্মসূচী
আপাতত এই শহরে নেই
ধর্মঘট ধর্মীয় দাঙ্গার ভ্রূকুটি
কোন পিকেটিং প্রস্তুতি নেই
ঈদ কোরবানি, পূজা পার্বণের ছুটিছাটা
কোন উৎসব উপলক্ষ্য নেই
অথচ দুঃসহ ট্রাফিক জ্যাম,
কল কাকলিতে মুখর
সেই চিরচেনা হট্টগোলের শহর আজ
জনমানবহীন, নীরব নিশ্চুপ-
মাতাল মহুয়া বাতাসে
জেব্রা ক্রসিং এর রেখায় রেখায়
চৈত্রের সোনা ঝরা রোদ
নিঃসঙ্গ ল্যাম্পপোস্টের ছায়া ফেলে
যাত্রী শূন্য মনোহরি বাস
খাঁ খাঁ ইস্টীশনের রেলিঙে ঠেস দিয়ে
আড়মোড়া ভাঙে, হাই তোলে
শুধু মুখ ও মুখোশের অভিনব সাজে
ভয়ার্ত কিছু পথচারী নিরুপায় হয়ে
মাঝে মাঝে দ্রুত পায়ে হাঁটে
শোকার্ত শহরে…….
Leave a Reply