বগুড়া প্রতিনিধি ;
মঙ্গলবার দুপুরে বগুড়া পৌর শহরের ১৬ নম্বর ওয়ার্ডে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। ধারাবাহিক কর্মসূচি অনুযায়ী এবার পাঁচ শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণের ধারাবাহিকতায় নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে অসচ্ছল পরিবারের মাঝে এসকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সিনিয়র একঝাক বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুল, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. নাজমুল হুদা পপন, শাহ মেহেদী হাসান হিমু, কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, ফার্মার রফিকুল ইসলাম, ফারুকুল ইসলাম ফারুক, শাহাবুল আলম পিপলু, মাহমুদ শরীফ মিঠু, প্রফেসর আলীমুর রাজী তরুন, মাহবুব হাসান লেমন, সাইমুম ইসলাম, প্রভাষক শহীদুল ইসলাম, আনোয়ার হোসেন, আতাউর রহমান, খসরু আহমেদ, স্বপন মিয়া, যুবনেতা বুলবুল আহম্মেদ, ছাত্রদল নেতা আবু জাফর জেমস, রবিউল ইসলাম আউয়াল, মাহমুদুন নবী কনক, ছাত্রদল নেতা সৈয়দ নাহিদ হাসান, সেলিম রানা, সোয়েব ইসলাম অভি, রিদয় নাহিদ, সাব্বির হোসেন, আলিফ রহমান তুহিন প্রমুখ।
প্রতিদিনবিডি২৪/হাসেম
Leave a Reply