কো-এডুকেশন
…. …. ….. ..
ডা.হেদায়েতুল ইসলাম বাদল ;
ক্লাসরুমের প্রথম বেঞ্চে- প্রথম সিট
আমার দখলে ছিল
তুমি বসতে উল্টোদিকে, ডানে
কাগজের ঢিল ছুঁড়ে গোপনে
মাঝেমাঝে জানান দিতে চেয়েছি প্রেম !
ক্লাস টিচারের সতর্ক দৃষ্টি এড়িয়ে
কখনো পেরেছি কখনো পারিনি-
আলতাব স্যারের হাতে যেদিন
প্রথম ধরা খেয়ে গেলাম,
নীল ডাউন খেঁটে, সোজা হয়ে দাঁড়িয়ে দেখি-
ব্ল্যাকবোর্ডের দিকে অনড় দৃষ্টিতে
এমন ভাব নিয়ে তাকিয়ে রয়েছো, যেন কিছুই ঘটেনি….!
ডা. হেদায়েতুল ইসলাম বাদল
ধানমন্ডি
৬ঃ১৫ মি. সন্ধ্য
০৯ জুন ২০২০ খ্রীস্টাব্দ
প্রতিদিনবিডি২৪/একে আজাদ;
Leave a Reply