নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী জোলার চিহ্নিত ‘লাল জোনগুলোতে’ এবং ঢাকা ও চট্টগ্রামের বাহিরে বাংলাদেশের বাকি সকল অংশের চিহ্নিত ‘লাল জোন গুলোতে’ পূর্ণাঙ্গ লকডাউন আজ রাত থেকেই শুরু হচ্ছে। চট্টগ্রামে চিহ্নিত ‘লাল জোন গুলোতে’ দু-এক দিনের মধ্যেই লকডাউন শুরু হবে। ঢাকায় চিহ্নিত সকল ‘লাল জোনগুলোতে’ সামনের সপ্তাহেই লকডাউন শুরু হবে।
প্রতিদিনবিডি২৪/সায়েলা
Leave a Reply