খড়ি মাটির দাগ
…….. …… ….
ডা. হেদায়েতুল ইসলাম বাদল;
মেট্রোরেল থেকে নেমে কিছুটা পথ হাাঁটি
ডানের মোড় ঘুড়ে, দক্ষিণে
উড়াল সেতুটি পার হলে কফি শপ,
থিয়েটার হল, অপেরা হাউস। ওয়াকওয়ের
পাশে বিবিধ ফুলের চাষাবাদ, নিদারুণ ঘ্রাণ !
হাতের বামে ফ্লাই ওভার, যেন
বেবিলনের ঝুলন্ত উদ্যান
পাতাল ট্রেনের যাত্রীদের কোলে
গোলাপী মেঘের ছায়া গড়াগড়ি খায় !
এই যে তীর্থ ভ্রমণ, নান্দনিক পথচলা
মাঝে মাঝে চন্দ্র দর্শনে
রেল ব্রীজের স্বয়ংক্রিয় রেলিঙে দাঁড়াই
হঠাৎ দেখি,পদ্মার জলে এক বিধবা ডাইনি
ভেসে ওঠে, টোলঘরের রঙিন আলোয়
তার খড়ি ওঠা ঠোঁটে
জিঘাংসার ক্রুর হাসি ছাড়া
আর কোন কলঙ্ক নেই, সবুজ সরোবরে…….
ডা. হেদায়েতুল ইসলাম বাদল
ধানমন্ডি
৪ঃ৩৫ মি. অপরাহ্ন
১১ জুন ২০২০ খ্রীস্টাব্দ,
প্রতিদিনবিডি২৪/একে আজাদ,
Leave a Reply