অনলাইন ডেস্ক ;
১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে তিনি জন্মগ্রহণ করেন। কবি বেগম সুফিয়া কামালের ১০৯তম জন্মদিন উপলক্ষে বাণী প্রদান করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুফিয়া কামাল দেশ-বিদেশের ৫০ টিরও বেশি পুরস্কার লাভ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য বাংলা একাডেমি পুরস্কার, সোভিয়েত লেনিন পদক, একুশে পদক, বেগম রোকেয়া পদক, জাতীয় কবিতা পরিষদ পুরস্কার ও স্বাধীনতা দিবস পদক।
মুক্তিযুদ্ধসহ বাঙালির সমস্ত প্রগতিশীল আন্দোলনে ভূমিকা পালনকারী সুফিয়া কামাল ১৯৯৯ সালের ২০ নভেম্বর শনিবার সকালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার ইচ্ছানুযায়ী তাকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়।
আমরা প্রতিদিনবিডি২৪ ডটকম এর পক্ষ থেকে কবি বেগম সুফিয়া কামালের রুহের মাগফেরাত কামনা করছি।
প্রতিদিনবিডি২৪/একে আজাদ
Leave a Reply