শেষ রজনী
………………..
ডা. হেদায়েতুল ইসলাম বাদল;
কোথাও কেউ নেই, আমি ও !
শ্মশানের গেটে তালা
উপচে পড়া ছাই অকপটে দিয়ে যায়
হাহাকারের বিশদ বিবরণ
দিগম্বর কঙ্কালের কালো নীল ছায়া,
বন্ধ গোরস্থানের চোয়ালে বসে
জল ত্যাগ করে ঘুমিয়ে পড়ে
চন্ডাল নেই, গোর খোদক নেই
পুরোহিত পন্ডিত, সবাই বহুকাল আগেই
সাদা কফিনে চড়ে নিখোঁজ হয়েছে
যেমন তুমি ও এসেছো আজ সর্বশেষ,
সেই কফিনে চড়েই, সমাধিত হতে এই জমিনে !
তোমাকে পোড়াবে কে?
বাঁশের মাচা, মাটির গম্বুজ, কে বানাবে আজ
কে জ্বালাবে ধূপকাঠি, মুখের আগুন !
ফুল, গোলাপের জল কে ছিটাবে
ধর্মগ্রন্থ থেকে কে শোনাবে পড়ে
আসমানী সুরের আয়াত, তোমাকে ?
হেমলকের পাত্র হাতে বেকার ঘুরে বেড়ায় অন্ধ বাঁদুর !
ডা. হেদায়েতুল ইসলাম বাদল
ধানমন্ডি
৯ঃ০২ মি.
১৭ জুন ২০২০ খ্রীস্টাব্দ
প্রতিদিনবিডি২৪/একে আজাদ ;
Leave a Reply