রাজারহাট প্রতিনিধি ; সাইয়্যিদুজ্জামান সাদ,
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার তিস্তা নদীতে অবিরাম তিনদিন ধরে পানি বাড়তে থাকায় সোমবার ১৩ জুলাই বিকাল ৫টার সময় রাজারহাট উপজেলায় বন্যা কবলিত বিদ্যানন্দ ইউনিয়নে ডাঙ্গারহাট , তৈয়বখা পড়ামুলা সোলাগাড়ি বানভাসী এলাকা পরিদর্শনে যান রাজারহাট উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়াদী বাপ্পী । তিনি বন্যা কবলিত তিস্তা নদীর তীরবর্তী এলাকা ও বানভাসী মানুষের দুঃখ দুদর্শার কথা অত্যন্ত মনোযোগের সহিত শোনেন এবং তাদের আশ্বস্ত করেন যে সরকারী সহযোগীতা পাওয়া মাত্রই আপনাদের দ্রুত ব্যবস্থা নেয়া হবে। উপজেলা চেয়ারম্যান উপস্থিত সাংবাদিকদের বলেন দ্বিতীয় দফায় বন্যা হওয়ার আজ বিদ্যানন্দ ইউনিয়ন বিভিন্ন বানভাসী মানুষের অসহায়ত্ব সরোজমিনে দেখে সরকার সহযোগিতা করছে।
এ সময় উপজেলা যুবলীগ আহ্বয়ক রমোদ রন্জন সরকার বলেন রাজারহাট যুবলীগ সবসময় অসহায়দের পাশে ছিল ও থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক সুমন কুমার রায় , ফোরদৌস সরকার মুন , মেহেদী হাসান, রাজারহাট সদর ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি আব্দুর রাজ্জাক বিদ্যানন্দ ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি নজরুল ইসলাম বসুনিয়া সাংবাদিকবৃন্দ সহ এলাকার গনমান্য ব্যাক্তিগন।
প্রতিদিনবিডি২৪/সাদ
Leave a Reply