সাইয়্যিদুজ্জামান সাদ
রাজারহাট প্রতিনিধি
১৪ / ৮ /২০ ইং রোজ শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটে রাজারহাটে এক মোটর সাইকেল আরোহী মর্মান্তিক মৃত্য হয়েছে । প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে , কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় তিস্তা সড়কে চায়নাবাজার নামক স্থানে এক মোটর সাইকেল আরোহীর সাথে অটো রিক্সা মুখোমুখি সংঘর্ষ ঘটে । ঘটনাস্থলেই রবিউল ইসলামের মৃত্য হয় । নিহত রবিউল ইসলাম ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মুসরুত নাখেন্দা গ্রামের বিপ্লব হোসেনের ছেলে । জানা যায় মৃত রবিউল ইসলাম রংপুর পলিটেকনিক ইনিষ্টিউট এ ৪র্থ সেমিষ্টার এর ছাত্র । তার অকাল মৃত্যুতে মুসরুত নাখেন্দায় শোকের ছায়া।
প্রতিদিনবিডি২৪/সাদ;
Leave a Reply