অনলাইন ডেস্ক ;
দেশের বেশির ভাগ অঞ্চলে চলমান বৃষ্টি আরো তিন দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থা বিরাজ করছে।
এ কারণে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় বৃষ্টি হচ্ছে। যা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। বৃষ্টির কারণে দিন ও রাতের তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, সাগর এলাকায় বৃষ্টিপাত কমে আসলেও স্থলভাগে আরো অন্তত তিন দিন পর্যন্ত হালকা বৃষ্টি চলমান থাকবে।
প্রতিদিনবিডি২৪/সাইকা;
Leave a Reply