অনলাইন ডেস্ক ;
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের পর সমালোচিত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে কক্সবাজার থেকে সরিয়ে রাজশাহীতে বদলি করা হয়েছে। কক্সবাজার জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়েছে ঝিনাইদহে একই দায়িত্ব পালন করা হাসানুজ্জামানকে।
বুধবার বিকালে পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে রদবদলের প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফের কাছে বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। কক্সবাজারের পুলিশ সুপার তখন গণমাধ্যমকে বলেছিলেন, সিনহা পুলিশের তল্লাশিতে বাধা দেন এবং পরে পিস্তল বের করলে দায়িত্বরত পুলিশ তাকে গুলি করে।
হত্যাকাণ্ডের পর টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস, এসআই লিয়াকত আলীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্তও করা হয়। সে সময় কক্সবাজারের পুলিশ সুপার মাসুদের বিরুদ্ধেও দায়িত্বহীনতার অভিযোগ ওঠে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট- বিএফআইউ গত ১৮ আগস্ট এসপি এবিএম মাসুদ হোসেন, ওসি প্রদীপ কুমার দাসসহ আটজনের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেয়।
সিনহার পরিবারের করা হত্যা মামলায় মাসুদের নাম এজাহারভুক্ত করার আবেদন করা হলেও তা খারিজ করে দেয় আদালত।
প্রতিদিনবিডি২৪/সুজন;
Leave a Reply