বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহানের মৃত্যুতে বরিশাল বিভাগীয় কল্যান সমিতির শোক
অনলাইন ডেস্ক;
বরিশাল বিভাগীয় কল্যান সমিতি (রূপনগর)’র বিপ্লবী সাধারন সম্পাদক, ১৯৭১রণাঙ্গনের বীর গেরিলা যোদ্ধা, রাষ্ট্রীয় সম্মানী ভাতা প্রাপ্ত যু্দ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, রূপনগর আবাসিক ৩০নম্বর রোড ২৯নং বাড়ীর বাসিন্দা মোঃ শাহজাহান সাহেব এর মৃত্যুতে বরিশাল বিভাগীয় কল্যান সমিতি (রূপনগর)’র কার্যনির্বাহী কমিটি ও সদস্যদের পক্ষে সমিতির সভাপতি মোঃ তৌহিদুল বাশার ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ গভীর শোক প্রকাশ, মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন, ও মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।
ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বলেন–
বীর মুক্তি্যোদ্ধা মোঃ শাহজাহান ভাই ওপেন হার্ট অপারেশন পরবর্তী শারীরিক অবস্থা আশঙ্কা জনক হওয়ার পর আর উন্নতি হয় নাই, ৩০ব্যাগ রক্ত দেয়া, আইসিইউ, গত রাত ২টায় লাইফ সাপোর্টে নেয়ার পর অবশেষে আজ সকাল ৯.০৫মি. সময় ইহজগৎ ত্যাগ করলেন দেশ প্রেমিক বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান ভাই।”ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”।শুভানুদ্যুায়ী ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের তার রূহের মাগফিরাতের জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি।
আজ জুম্মা বাদ এলাকার সকল মসজিদে তার রূহের মাগফিরাতের জন্য দোয়া হবে।
বাদ আছর ২৩নং রোডস্থ কামাল আহমেদ মজুমদার স্কুল এণ্ড কলেজ মাঠে তাকে রা্ষ্ট্রীয় গার্ড অফ অনার প্রদান করা হবে।বাদ মাগরীব ৩০নং রোডস্ত বায়তুল মোকাদ্দিম জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
তার মরদেহ গ্রামের বাড়ী বরিশালে সমাহিত করা হবে।
প্রতিদিনবিডি২৪/একে আজাদ;
Leave a Reply