জলঢাকায় বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকীতে ধর্মপাল ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী পালিত।
নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে ” মুজিববর্ষের আহ্বান ৩ টি করে গাছ লাগান” প্রতিপাদ্য কে সামনে রেখে জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুরের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ ধর্মপাল ইউনিয়ন শাখা।
শনিবার বিকালে খেরকাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচী পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে, ধর্মপাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অপুর্ব রায়ের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী – ৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, খেরকাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিনুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সফিকুল গণি স্বপন, ধর্মপাল ইউনিয়ন যুবলীগের আহবায়ক দেলোয়ার রহমান, ছাত্রনেতা মবিন হাচান নিপ্পন চৌধুরী, মেহেদী হাসান মিল্লাত, শিমুলবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম,
যুবলীগ নেতা হারুন-অর- রশিদ রাসেল, সফিউল্লাহ সফি, চিত্ররন্জন রায়, এমদাদুল হক সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধর্মপাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ।
প্রতিদিনবিডি২৪/
মোঃ মনোয়ার হোসেন লিটন
তারিখঃ১৭/১০/২০২০
Leave a Reply