অনলাইন ডেস্ক ;
আজ শনিবার বসানো হয়েছে পদ্মা সেতুর ৩৫তম স্প্যান। এর আগে নাব্য সংকটের জেরে শুক্রবার স্প্যানটি বসানোর কথা থাকলেও তা সম্ভব হয়নি।
সেতু সংশ্লিষ্টরা জানান, শুক্রবার স্প্যান বসানোর কথা থাকলেও নির্ধারিত পিলারের কাছে নাব্য সংকটের কারণে তা সম্ভব হয়নি। পরে নির্দিষ্ট পিলারের কাছে প্রয়োজনীয় গভীরতা নিশ্চিতে ড্রেজিং করা হয়। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের ৮ ও ৯ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে স্প্যানটি। এতে দৃশ্যমান হয়েছে সেতুর পাঁচ হাজার ২৫০ মিটার। ৩৪ তম স্প্যান বসানোর সাত দিনের পর বসলো স্প্যানটি। চলতি মাসে এর আগে তিনটি স্প্যান বসানো হয়েছে।
২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্ট্রিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর জাজিরা প্রান্তে ৩৭-৩৮ নম্বর পিয়ারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতু দৃশ্যমান হয়। ২০২০ সালের ১৯ অক্টোবর পর্যন্ত ৩৩টি স্প্যান বসানো হয়।
প্রতিদিনবিডি২৪/বাদল,
Leave a Reply