অনলাইন ডেস্ক ;
আবহাওয়া অনুকূলে থাকলে আগামী কাল শুক্রবার বসবে পদ্মা সেতুর ৩৯তম স্প্যান।
তবে,প্রাকৃতিক কারণ বাধা হয়ে দাঁড়ালে ১দিন বেশি সময় লাগতে পারে।অনেকদিন আগেই ‘2-D’ স্প্যানটিকে ইয়ার্ডে প্রস্তুত করে রাখা হয়েছে। বর্তমানে ১০-১১, ১১-১২ ও ১২-১৩ নম্বর এ পিলারে তিনটি স্প্যান বসানো বাকি। ৩৯তম স্প্যান ১০ ও ১১ নম্বরে বসানো হয়ে গেলে বাকি থাকবে দুইটি স্প্যান।
চলতি বছরের বিজয় দিবসের আগেই মাওয়া প্রান্তে ৪১তম স্প্যানটি বসার কথা রয়েছে। ৪ ডিসেম্বরের মধ্যে ১১ ও ১২ নম্বর পিলারে ৪০তম স্প্যান (স্প্যান 2-E) বসানোর পরিকল্পনা আছে প্রকৌশলীদের।
প্রতিদিনবিডি২৪/একে আজাদ;
Leave a Reply