আল্লাহ আমাকে সব কিছু দিয়েছে,শুধু পয়সা দেয়নি: এটিএম শামসুজ্জামান;
অনলাইন ডেস্ক ;
আমি এমন একজন মানুষ যাকে আল্লাহ সব দিয়েছে, শুধু পয়সা দেয়নি। আমি এমন সিনেমা বানাতে চেয়েছিলাম যা দর্শককে উদ্দীপ্ত করবে। শেখ মুজিবকে চিত্রনাট্যে তুলে ধ’রার পরিকল্পনাও ছিল। আমার এই স্বপ্নটা এখনও আছে। কিন্তু প্রধান সংকট টাকা।
সম্প্রতি একটি গনমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কথাগুলো বলছিলেন বাংলা চলচ্চিত্রে খল চরিত্রে জীবন্ত কিংবদন্তি এটিএম শামসুজ্জামান।
আক্ষেপ করে এই অ’ভিনেতা বলেন, জীবনের এই শেষ মুহূর্তে একটাই চাওয়া- শেখ মুজিবকে নিয়ে সিনেমা বানাতে চাই। যে সিনেমায় মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলার সংস্কৃতি সমানভাবে উঠে আসবে। যদি সুযোগটা পাই সেটা হবে অনেক আনন্দের। না পেলেও দুঃখ নাই। কারণ গরিব মানুষের অনেক শখ পূরণ হয় না।
এটিএম শামসুজ্জামান বলেন, আমা’র তো মনে হয়, এক সময় ভাষা আন্দোলনের ইতিহাস মানুষ ভুলে যাবে। এতে কোনো সন্দেহ নেই। কারণ আমি যদি কোনো জিনিস লালন না করি, চর্চা না করি তাহলে সেটি কারো মনে থাকবে না। এগুলো প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হয়। চলচ্চিত্রের মাধ্যমেও কাজটি করা যায়।অনেক নায়কের সঙ্গে আপনি কাজ করেছেন? কার সঙ্গে কাজ করতে ভালো লেগেছে?
এটিএম শামসুজ্জামান : নিঃসন্দেহে রাজ্জাক সাহেব। তার সংলাপ ডেলিভা’রি খুব ভালো ছিল। পরিষ্কার-পরিছন্ন। আমার
ভালো লাগতো। সহশিল্পী যদি ভালো খেলোয়াড় না হয় তার সঙ্গে খেলা জমে না। রাজ্জাক সাহেবের সবচেয়ে বড় গুণ বাংলা খুব সুন্দর করে বলতেন। শুনতে ইচ্ছে করতো। ফেরদৌসকেও আমার মোটামুটি ভালো লেগেছে। তার ডেলিভারি খুব স্বাভাবিক।
কিংবদন্তী অভিনেতা হুমায়নু ফরীদি সম্পর্কে এটিএম শামসুজ্জামান বলেন, ফরীদির মতো শিল্পী বাংলার মাটিতে আর আসবে না। আমাকে এতো শ্রদ্ধা করতো যে ভাষায় প্রকাশ করা যাবে না। অথচ আমার মতো একশ এটিএম সমান একটা ফরীদি। আমাকে দেখলে চেয়ার থেকে দাঁড়িয়ে থাকতো। অথচ আমি খুব বুঝতাম, এর সঙ্গে অভিনয় করে পারা যাবে না। বাংলার মাটিতে অনেক শিল্পী আসবে ফরীদি আর আসবে না।
শুটিং করতে গিয়ে মজার কোনো ঘটনা কী মনে পড়ে?
এটিএম শামসুজ্জামান: অসংখ্য ঘটনা আছে। আমি গারো পাহারে শুটিং করতে গিয়েছিলাম। পরিচালক ছিলেন এহতেশাম। আমি জুম্মার দিনে গোসল করে পাজামা পাঞ্জাবি পরে যখন মসজিদে যাচ্ছি তখন একজন লোক আমাকে জিজ্ঞেস করলেন- কোথায় যাচ্ছেন? আমি বললাম, মসজিদে যাচ্ছি। লোকটি বললো, জুম্মার নামাজ পরে আপনার লাভ কী? আমি বললাম, কেন ভাই? তিনি বললেন, জীবনে এতো আকাম করেছেন বুঝতে পারছেন না? আপনি একটা বাজে লোক!
প্রতিদিনবিডি২৪/সায়মা;
Leave a Reply