অনলাইন ডেস্ক ;
রাঙ্গুনিয়ার মরিয়মনগর ডিসি সড়কের লালানগর বেড়িবাঁধ এলাকায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
শুক্রবার (১৪ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজাভুবন ফুলবাগিচা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাহেদুল ইসলাম (১৭) ও রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকার অতিথি রঞ্জন বড়ুয়ার ছেলে উজ্জ্বল বড়ুয়া (৫০)।
জানা গেছে, ধামাইরহাট গামী একটি মোটর সাইকেল একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
প্রতিদিনবিডি২৪/এবি মালেক;
Leave a Reply