অনলাইন ডেস্ক ;
রাজধানীর বাংলামটর বাসা থেকে আইডিয়েল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড(আইসিএল) গ্রুপের মালিক এইচ এম এন শফিকুর রহমান ও তার স্ত্রীকে শামসুর নাহারকে আটক করেছে র্যাব-৪।
বুধবার রাত ১২টার দিকে তার বাসা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আইসিএলের বিরুদ্ধে প্রতারণা ও অপহরণের অভিযোগ রয়েছে বলে জানায় র্যাব।
আইসিএল গ্রুপের প্রায় দীর্ঘদিন ধরে গ্রাহকদের কাছ থেকে লাখে প্রতি মাসে আড়াই হাজার টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে হাজার কোটি হাতিয়ে নেয়।
দীর্ঘদিন ধরে এমন অপকর্ম করে আসলেও বার বার অদৃশ্য শক্তির হাত ধরে পার পেয়ে যান শফিকুর রহমান।
আইসিএল গ্রুপের অধিকাংশ অর্থ হুন্ডির মাধ্যমে মালয়েশিয়ায় পাচার করে থাকেন। প্রতারক চক্রটির মূল হোতারা সেখানেই গড়ে তুলেছেন নিজেদের সেকেন্ড হোম।
এ বিষয়ে ভুক্তভোগীরা জানান, তাদের কাছ থেকে অধিক মুফার লোভ দেখিয়ে অনেক লোকের টাকা হাতিয়ে নেন আইসিএল গ্রুপ। পরে টাকার লভ্যাংশসহ টাকা ফেরত নিতে গেলে তাদেরকে হুমকি ও অপহরণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
অভিযানের নেতৃত্বদানকারী র্যাব-৪ এর সিনিয়র এএসপি বলেন, তিনি দীর্ঘদিন ধরে গ্রাহকদের মুনাফার লোভ দেখিয়ে প্রতারণা করে আসছিলেন। তার নামে বেশ কয়েকটি প্রতারণার মামলা রয়েছে তার ভিত্তিতেই শফিকুর রহমান ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।
প্রতিদিনবিডি২৪/সায়মা;
Leave a Reply