অনলাইন ডেস্ক ; আজাদ
ঢাকা ১৪ আসনে উপ-নির্বাচনে এমপি পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু।
আজ মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়ন পত্র জমা দিয়ে বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু সাংবাদিকদের বলেন, যেহেতু আমি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী ও বীর মুক্তিযোদ্ধা, সেহেতু আমার অবশ্যই জননেত্রী শেখ হাসিনার দোয়া রয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে আমাদের আলোচনা হয়নি। আমি শতভাগ বিশ্বাসী বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাকে বিজয়ী করবেন।
তিনি চলমান করোনা মহামারীতে কর্মীদের সুশৃঙ্খল ভাবে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেন।
প্রতিদিনবিডি২৪/
Leave a Reply