লকডাউন কেমন চলছে দেখতে আসা শতাধিক ব্যক্তি আটক;
দেশে মহামারি করোনার সংক্রমণ বেড়েছে। গেলো কয়েকদিন ধরেই প্রতিদিন শতাধিক মৃত্যুর হয়েছে। এমন অবস্থাই আজ বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাত দিনের কঠোর লকডাউন চলছে।
লকডাউন উপেক্ষা করে করোনাকে পাত্তা না দিয়ে রাজধানীর মিরপুর এলাকায় বিধিনিষেধ পালন না করে রাস্তায় লকডাউন কেমন চলছে তা দেখতে আসে।
এমন অবস্থায় শতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগ। এছাড়া অর্ধশত যানবাহনকে মামলার আওতায় নিয়ে এসেছে তারা।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মিরপুর, গাবতলী, টেকনিক্যাল, শাহ আলী, পল্লবী, রূপনগর, মিরপুর, কাফরুল সহ অন্যান্য পুলিশ শতাধিক জনকে আটক সহ অর্ধ শতাধিক যানবাহনকে মামলা দেয়। মিরপুরে দুই জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এখনো চলছে পুলিশের ভ্রাম্যমাণ অভিযান।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ স ম মাহতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে শুরু হওয়া সরকারি বিধিনিষেধ পরিপালনে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রতিদিনবিডি২৪/সাইকা;
Leave a Reply