গভীর রাতে বিধবার ঘরে যাওয়ায় বাউফল থানার এএসআইকে গণধোলাই, অতঃপর ক্লোজড;
গভীর রাতে এক বিধবা নারীর (৪০) ঘরে প্রবেশ করে গণধোলাইয়ের শিকার বাউফল থানার এএসআই রফিকুল ইসলামকে (৪২) পটুয়াখালীর পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে। বাউফল থানার ওসি আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার রাত ১১টার দিকে বাউফল থানার এএসআই রফিকুল ইসলাম এক বিধবা নারীর ঘরে প্রবেশ করেন। কিছু সময় পর ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় গ্রামবাসী তাকে আটক করে গণধোলাই দেন। পরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার হস্তক্ষেপে ওই এএসআই ছাড়া পান। এরপর সাড়ে ১১টার দিকে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রফিকুল ইসলামকে উদ্ধার করে। শনিবার তাকে পটুয়াখালী পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়।
বাউফল থানার ওসি আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, অভিযোগ প্রমাণিত হলে রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিদিনবিডি২৪/সোলাইমান ;
Leave a Reply