সরকার নির্ধারিত টোল হার অনুযায়ী, পদ্মা সেতু পারাপারে :
মোটরসাইকেলে– ১০০ টাকা,
কার ও জিপে—– ৭৫০ টাকা,
পিকআপে——– ১,২০০ টাকা,
মাইক্রোবাসে ——-১,৩০০ টাকা,
বাসের ক্ষেত্রে ছোট বাস (৩১ আসন)–১,৪০০ টাকা, মাঝারি বাস (৩২ আসন এর বেশি)—-২,০০০ টাকা,
বড় বাস (থ্রি-এক্সেল) প্রতি————-২,৪০০ টাকা,
এছাড়া ছোট ট্রাককে (পাঁচ টন পর্যন্ত)–১,৬০০ টাকা, মাঝারি ট্রাকে (৫-৮ টন পর্যন্ত)———– ২,১০০ টাকা,
মাঝারি ট্রাক (৮-১১ টন) ——————২,৮০০ টাকা,
ট্রাকে (থ্রি-এক্সেল পর্যন্ত) ——————৫,৫০০ টাকা,
ট্রেইলার (ফোর-এক্সেল পর্যন্ত) ———–৬,০০০ টাকা।
আর ট্রেইলার(ফোর-এক্সেলের অধিক) ৬০০০এর সঙ্গে প্রতি এক্সেলের জন্য ১,৫০০ টাকা যুক্ত হবে।
প্রতিদিনবিডি২৪/একে আজাদ
Leave a Reply