করোনার আশংকার মধ্যে আওয়ামী লীগ মুজিববর্ষের আতশবাজি করেছে। একই বোকমি করতে যাচ্ছে বিএনপি। করোনার আরো আশংকার মধ্যে তারা শাহবাগ মোড়ে জড়ো হচ্ছে। বেগম খালেদা জিয়া বের হলে তাকে বরণ করে নেয়ার জন্য।
বোকা বিএনপিকে বুঝতে হবে এমন সমাগমে বড় বিপদ হতে পারে তাদের নিজেদের, দেশের, সর্বোপরি বেগম জিয়ারই।
তাছাড়া বেগম খালেদা জিয়া বিএনপির আন্দোলনে মুক্তি পাননি। পেয়েছেন নিজের অসুখের তীব্র যাতনায়। এখন তার মুক্তির সময়ে ভীড় করে কি দেখাতে চায় বিএনপি?
বিএনপি-আওয়ামী লীগ সবাই ঘরে থাকুন। রাজনীতি হবে পরে।
ড.আসিফ নজরুলের ফেসবুক আইডি থেকে সংগৃহীত।
প্রতিদিনবিডি24/ডেস্ক
Leave a Reply