সাম্প্রতিক একটি সমীক্ষা বলছে যেসব ছেলেরা ভালো রান্না করতে পারে বা জানে মেয়েরা নাকি তাঁদের প্রতি একটু বেশিই আকৃষ্ট হন। অতএব হোম কোয়ারেনটিনে থাকার ফাঁকে রান্না শিখে নিন রান্না। যাঁরা বাড়িতে থাকতে হচ্ছে বলে ছটফট করছেন তাঁরাও একটু বাড়ির কাজ শিখুন। এমন সুযোগ সবসময় আসবে না।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার সোশিওলজিস্ট স্কট কলট্রানে এবং মাইকেল অ্যাডামস সম্প্রতি এই গবেষণাটি করেছেন। সেখানে বলা হয়েছে মেয়েরাও এখন ছেলেদের মতোই ফুলটাইম অফিস করেন। বাড়ি ফেরার পর তাদের সঙ্গী যদি ঘরের কাজে সাহায্য করেন, তাহলে সঙ্গীর প্রতি তাদের ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ বাড়ে। নিজেদের মধ্যে ঝগড়া কম হয়। ছেলেরা যদি মেয়েদের নানা কাজে সাহায্য করে তাতে সম্পর্ক আরও বেশি প্রগাঢ় হয়।
যাঁরা বিবাহিত এবং বিবাহ উপযুক্ত তাঁরা অবশ্যই আজ থেকে রান্নাঘরে ঢুকুন আর যাঁরা নিজের সদা সিঙ্গল ট্যাগলাইন ঘোচাতে চান তাঁরাও আজ থেকে লেগে পড়ুন।
প্রতিদিনবিডি24/সায়মা;
Leave a Reply