ঘুম নেই
…………………………….
ডা.হেদায়েতুল ইসলাম বাদল।
চাঁদ নেই, জোছনা নেই চরাচর জুড়ে
অশরীরী রাতের নিঃশ্বাসে শুধুই অন্ধকার !
আলকাতরার রঙের মতো
অনিদ্রার গুঁড়ো চুঁয়ে চুঁয়ে পড়ে-
নাকি আতঙ্কের কালো ঘোড়া
হেঁটে যায় তিসি ক্ষেতে, কফিনের খোঁজে ?
মখমলের বিছানায় এতোদিন
যারা ছিলো গভীর ঘুমে অচেতন
তাদের দরোজার কড়া নড়ে ওঠে-
ধারালো ভোজালী হাতে নিষ্ঠুর খুনী
কবরস্থানের পাশে, সারা রাত
গোর খোদকের সাথে মদপান করে ;
রক্তবর্ণ চোখ, পাঁড় মাতাল ।
হিসেবের খাতা খুলে
অপেক্ষায় আছেন স্বয়ম্ভু মহাজন !
লাশবাহী এম্বুলেন্স সাইরেন বাজিয়ে যায় !
শিয়রের পাশ দিয়ে বয়ে যায়
হিম হিম বাতাস, বিলাপের সুরে……..
ডা. হেদায়েতুল ইসলাম বাদল
ধানমন্ডি
৫ঃ৩৩ মি. অপরাহ্ন
০৬ জুন ২০২০ খ্রীস্টাব্দ
প্রতিদিনবিডি২৪/একে আজাদ;
Leave a Reply