অনলাইন ডেস্ক ;
মাত্র ১ রানের ব্যবধানে টপঅর্ডার তিন ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান ক্রিকেট দল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে সিরিজ জয়ের লক্ষ্যে নেমে এমন ছন্নছাড়া ব্যাটিংয়ে দিশেহারা স্বাগতিকরা।
বৃহস্পতিবার টস জিতে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনীতে স্কোর বোর্ডে ২১ রান জমা করেন দুই ওপেনার ইমরান বাট ও আবিদ আলী। এরপর মাত্র ১ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় পাকিস্তান।
দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজের র্ঘূণিতে বিভ্রান্ত হয়ে সাজঘরে ফেরেন ইমরান বাট (১৫)। দুই টেস্ট সিরিজের প্রথম খেলায় করাচিতে ৫১ ও ৩১* রান করা পাকিস্তানের সাবেক অধিনায়ক আজহার আলী এদিন ফেরেন শূন্য রানে। কেশব মহারাজের দ্বিতীয় শিকার হন তিনি। ৬ রান করতে কঠিন সংগ্রাম করে যাওয়া আবিদ আলীর ইনিংস শেষ হয় ৪৩ বলে।
২১ রানে ৩ উইকেট হারানো পাকিস্তানের হাল ধরেন অধিনায়ক বাবর আজম ও ফাওয়াদ আলম। করাচি টেস্টেও এমন ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল পাকিস্তান। ২৭ রানে ৪ উইকেট হারানো দলকে খেলায় ফেরান ফাওয়াদ আলম।
বৃহস্পতিবার করাচিতে ২১ রানে ৩ উইকেট পতনের পর বাবর আজমকে সঙ্গে দলের ইনিংস মেরামত করেন আগের টেস্টে সেঞ্চুরি করা ফাওয়াদ আলম। চা বিরতির আগে ৩ উইকেটে ১৪৫ রান করে পাকিস্তান। এরপর বৃষ্টির কারণে শেষ সেশনে একটি বলও মাঠে গড়ায়নি।
১২৫ বলে ১২টি চারের সাহায্যে ৭৭ রান করে অপরাজিত পাকিস্তানের এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। ১৩৮ বলে ৫ চারে ৪২ রান করে অপরাজিত ফাওয়াদ আলম।
প্রতিদিনবিডি২৪/শাওন;
Leave a Reply