1. [email protected] : admin :
শুক্রবার, ১০ জুন ২০২২, ০৪:২২ অপরাহ্ন
আমাদের ভিষন;
*সত্য প্রকাশে আমরা দূর্বার*
প্রধান খবর
পদ্মা সেতুর টোল সংযোজন করে ভাড়া বাড়লো ১০টাকা; দক্ষিণ বঙ্গের ১৩টি রুটের বাসভাড়া নির্ধারণ; রাসুল (সঃ) কে নিয়ে কটূক্তি করায় বিজেপি নেতা গ্রেপ্তার ২৫তারিখেই উদ্বোধন হবে স্বপ্নের পদ্মা সেতু; পদ্মা সেতু নির্মাণ ব্যয় নিয়ে স্বার্থান্বেষী গোষ্ঠীর মিথ্যা প্রচারণাগুলোকে নিন্দা জানাই॥ Abc চট্টগ্রাম হাটহাজরীতে সাতবাচ্চার জম্ম দিয়েছেন এক মা; বার কাউন্সিল নির্বাচন: আ.লীগের সাদা প্যানেল ১০ ও বিএনপির নীল প্যানেল ৪ পদে জয়; দূর্নীতি মামলায় নর্থ সাউথের ৪ ট্রাস্টি সদস্য কারগারে; ভূমি সংস্কারে নতুন আইন, ব্যক্তি পর্যায়ে ৬০ বিঘা মালিকানার সুযোগ, বেশী হলে বাজেয়াপ্ত। পিকে (প্রশান্ত কুমার) হালদার ইস্যুতে চার সংস্থায় তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। পদ্মা সেতুর উদ্বোধনে চলছে বিশেষ প্রস্তুতি; সরকার নির্ধারিত টোল হার অনুযায়ী, পদ্মা সেতু পারাপারে : ভারতে নির্বাসিত জীবনের কথা বলতে গিয়ে কাঁদলেন শেখ হাসিনা , প্রেমিকার সাথে দেখা করতে গোটা গ্রামের আলো নিভিয়ে দিতেন প্রেমিক; রাশিয়ার বিরুদ্ধে ইউরোপজুড়ে বিশাল সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে ন্যাটো। দক্ষিন এশিয়ায় আকর্ষনীয় বিনিয়োগ গন্তব্য ও সবচেয়ে উদার বিনিয়োগ নীতির দেশ বাংলাদেশ; গোপনে দান করার ফজিলত; সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ইন্তেকাল করেছেন ; আজ পবিত্র জুমাতুল বিদা; ঢাকা কলেজে র‍্যাব ও ডিবির অভিজান;

ঢাকা বার নির্বাচন : সভাপতি আবুল বাতেন, সম্পাদক খন্দকার মোঃ হযরত আলী;;

  • শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ২১৬ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্ক ;

এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২১-২২ কার্যকরী কমিটি নির্বাচনে আওয়ামী সমর্থিত সাদা প্যানেল সভাপতি পদসহ ১৫ জন নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন। আর সাধারণ সম্পাদকসহ ৮ পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত নীল প্যানেল।

শনিবার প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে গত বুধ ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা আইনজীবী সমিতি ভবনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে ভোট গণনা শুরু হয়। এ নির্বাচনে মোট ১৭ হাজার ৭৫৬ জন ভোটারের মধ্যে ৮ হাজার ৭০৬ জন ভোট প্রদান করেন।

আওয়ামী সমর্থিত সাদা প্যানেলের বিজয়ীরা হলেন- সভাপতি পদে অ্যাডভোকেট আবুল বাতেন, ট্রেজারার পদে একেএম আরিফুল ইসলাম কাওছার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে একেএম সালাহউদ্দিন, লাইব্রেরি সম্পাদক পদে শারমিন সুলতানা হ্যাপী, সাংস্কৃতিক সম্পাদক পদে সাইলা পারভীন পিয়া, অফিস সম্পাদক পদে জাকির হোসেন লিংকন, ক্রীড়া সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক পদে এএস ইমরুল কায়েশ। এছাড়া সাদা প্যানেলের সদস্য পদে সুলতানা রাজিয়া রুমা, এবিএম ফয়সাল সারোয়ার, ইমতিয়াজ আহমেদ প্রিন্স, গোলাম ইমন হোসেন, জুয়েল চন্দ্র মাদক, মো. আহসান হাবিব, মো. মহিদ উদ্দিন মহিন।

বিএনপি সমর্থিত নীল প্যানেলের বিজয়ীরা হলেন- সাধারণ সম্পাদক পদে খোন্দকার মো. হযরত আলী, সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মো. আনিসুর রহমান আনিস, সদস্য পদে এমআরকে রাসেল, মো. হোসনী মোবারক, বাবুল আক্তার বাবু, মো. সোহাগ হাসান রনি ও মোসা. তাসলিমা আক্তার।

উল্লেখ্য,২০২০-২১ ঢাকা আইনজীবী নির্বাচনে ২৩টি পদের মধ্যে নীল প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে এবং সাদা প্যানেল ৬টি সম্পাদকীয় পদসহ ১৩টি পদে জয়লাভ করেন।

প্রতিদিনবিডি২৪/রিপন;

ভালো লাগলে এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© All rights reserved 2020 protidinbd24

কারিগরি সহায়তা WhatHappen