রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। আজ সোমবার সন্ধ্যায় পদ্মা সেতুর পিলারে ধাক্কা দিয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে একটি ফেরির মুন্সিগঞ্জের শিমুলিয়া যাওয়ার সময় এ ঘটনা ঘটে। ১৭ দিনের ব্যবধানে দ্বিতীয়বার এ ধরনের ঘটনা ঘটল।
সোমবারের ঘটনায় ফেরিটির কমবেশি ক্ষয়ক্ষতি ও ১০-১২ জন যাত্রীর আহত হওয়ার খবর দিয়েছেন ফেরিটির এক কর্মী। তবে সেতুর পিলারের ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সেতুর পিলারের সঙ্গে ধাক্কা খাওয়া ফেরির নাম ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’। ফেরিটি বাংলাবাজার থেকে শিমুলিয়ার দিকে যাচ্ছিল। ফেরিটি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নৌপথের লৌহজং চ্যানেল অতিক্রম করছিল। পদ্মা সেতুর ১০ ও ১১ নম্বর পিলারের মাঝ দিয়ে যাচ্ছিল। হঠাৎ একটি ইঞ্জিনচালিত ট্রলার সামনে এসে পড়ে ফেরিটির। ঘটনার সময় নদীতে ছিল তীব্র স্রোত। ফেরিটি প্রথমে ট্রলারের সঙ্গে ধাক্কা খায়। এক পর্যায়ে ফেরিটি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে একটু ঘষা খায়। এর বাইরে বড় কোনো কিছু ঘটেনি।
প্রতিদিনবিডি২৪/বাধন;
Leave a Reply