আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অল-রাউন্ডার র্যাংকিংয়ে দুই নম্বরে রয়েছেন সাকিব আল হাসান।
এক নম্বরে থাকা লাসিথ মালিঙ্গার রয়েছে ৮৪ ম্যাচে ১০৭ উইকেট। সাকিবও এই ফরম্যাটে খেলেছেন ৮৪ ম্যাচ খেলে নিয়েছেন ১০২টি উইকেট।
তার উপরে থাকা মোহাম্মদ নবীকে টপকে যেতেও আর বেশী দেরি নেই। সাকিবের রেটিং পয়েন্ট ২৫২ আর নবীর ২৮৫।
তবে অজিদের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে যে রেকর্ড করেছেন সাকিব, সেটি আর কারও নেই। এই ফরম্যাটে ১০০০ রানের সঙ্গে ১০০ উইকেটের মালিক এখন সাকিব।
এই ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিকও সাকিব। চলতি সিরিজে নিয়েছেন ৭টি উইকেট। তাতেই টপকে গেছেন দুই নম্বরে থাকা অজি পেসার টিম সাউদিকে।সাউদির উইকেট ৯৯ ;
অজিদের বিপক্ষে সব শেষ ম্যাচে ৪ উইকেট নেয়া সাকিব ৪ ওভারও শেষ করতে পারেননি। ৩.৪ ওভারের মাঝে আবার ১ ওভার মেডেন নেন। ২.৪৫ ইকনোমিতে দেন ৯ রান, ডট বল করেন ১৫টি।
প্রতিদিনবিডি২৪/সাইকা;
Leave a Reply