1. [email protected] : admin :
বুধবার, ০৬ এপ্রিল ২০২২, ১১:৪৬ অপরাহ্ন
আমাদের ভিষন;
*সত্য প্রকাশে আমরা দূর্বার*
প্রধান খবর
সত্য বাদী গাঁজা খোর গ্রেপতার হয়ে হেসে দিলেন, হাসলেন পুলিশ জনতাও; চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক আসামী আশিষ চৌধুরীর বাসা ঘিরে রেখেছে র‍্যাব; অধিকার মর্যদায় বৈষম্য হলে যেতে পারবেন আদালতে সংসদে বিল উত্থাপন; মানবতাবিরোধী অপরাধে সাবেক আ.লীগ নেতা মোবারকের মৃত্যুদণ্ড; মেয়ের ধর্ষণকারীর শিরচ্ছেদ ও টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিলেন বাবা’ জলঢাকায় শহীদ শেখ ফজলুল হক মনি স্মৃতি সংসদ এর স্বাধীনতা দিবস উপলক্ষে বণ্যাঢ্য শোভাযাত্রা Thanks ২বছর পুর্তিতে প্রতিদিন বাংলাদেশ অনলাইন নিউজের সকল কলাকুশলী পাঠক শুভাদ্যুনায়ীদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। জলঢাকায় টিসিবির (ট্রাকসেল) পন্য বিক্রয়ের উদ্বোধন। শহীদ বুদ্ধিজীবি কবরস্থান মিরপুরে শহীদ জননী জাহানারা ইমামের সমাধি; ইতিহাসে, দ্বিতীয় কোন বাঙালি এত সম্মান ও ভালোবাসা পায়নি; সাধারণ মানুষ যেন সহজে তার কাছে আসতে পারে তাই তিনি থাকতেন ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে। বেআইনি মজুতদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা; হাইকোর্ট, বিচ্ছেদের বদলে ফুল দিয়ে ৫০পরিবারকে ব্যতিক্রমি রায়; ইউক্রেন যুদ্ধ বিরতির জন্য শর্ত দিয়েছে রাশিয়া; নোয়াখালীর চৌমুহনি থেকে ৮৮টি ড্রামে রাখা ১৮ হাজার লিটার ভোজ্যতেল জব্দ; ৭কোটি বাঙ্গালীর কেহই জিয়াউর রহমানকে না চিনলেও এখন ১৮কোটি মানুষ খুনি জিয়াকে চিনে; প্রাথমিকে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ; পদের মেয়াদ শেষ হয়েছে ১ মার্চ, গুরুত্বপূর্ন অনেক ফাইল এখনো তার বাসায়; দেশে নীরব দুর্ভিক্ষ চলছে: মির্জা ফখরুল, আজকে বাংলাদেশে কোনো মানুষ না খেয়ে থাকে না: হাছান মাহমুদ;

সব জাতি-গোষ্ঠীর নেতাকে অন্তর্ভুক্ত করে আফগানিস্তানে একটি ঐকমত্যের সরকার গঠন করবে তালেবান;

  • শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ১৩৪ বার পড়া হয়েছে

সব জাতি-গোষ্ঠীর নেতাকে অন্তর্ভুক্ত করে আফগানিস্তানে একটি ঐকমত্যের সরকার গঠন করবে তালেবান। কেয়ারটেকার ধাঁচের এ সরকারে সব পক্ষের অংশগ্রহণ থাকবে।

শুক্রবার কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক দফতর থেকে এ কথা জানানো হয়েছে। খবর আল জাজিরার।

মার্কিন সেনা প্রত্যাহার শেষ হওয়ার পর সেপ্টেম্বরের প্রথম দিকেই নতুন সরকার গঠন সম্পন্ন করতে চায় তালেবান। সেই লক্ষ্যেই প্রাথমিক আলোচনা চালিয়ে যাচ্ছেন তালেবানের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমানে উপপ্রধান মোল্লা আবদুল গনি বারাদার, তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের ছেলে ও অন্যতম উপপ্রধান মোল্লাহ মোহাম্মদ ইয়াকুব এবং সশস্ত্র গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের নেতা ও উপপ্রধান সিরাজুদ্দিন হাক্কানি। এর মধ্যে প্রথম দুজন গত সপ্তাহে রাজধানী কাবুলে ফিরে আসেন।

তালেবান সূত্রগুলো বলেছে, নতুন সরকার নির্বাহী কাউন্সিলের সদস্য হিসাবে অন্তত এক ডজন নাম বিবেচনা করা হচ্ছে। সরকারে ‘আমিরুল মুমিনিন (বিশ্বাসীদের নেতা)’ বলে একটি পদ তৈরি করা হবে যিনি ‘ইসলামিক ইমিরেট অব আফগানিস্তান’র প্রধান হিসাবে নেতৃত্ব দেবেন। পদটিকে প্রেসিডেন্টের বিপরীত ভার্সন।

আফগানিস্তানে পরবর্তী সরকারের আমির পদে কে বসবেন, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেননি তালেবান নেতারা। তবে সংগঠনের রাজনৈতিক শাখার প্রধান মোল্লা আব্দুল গনি বারাদার ওই পদে বসতে পারেন বলে ইঙ্গিত মিলেছে।

সে ক্ষেত্রে সরাসরি সরকারি পদে না বসে ইরানের আয়াতুল্লাহ খামেনির মতো ‘সর্বোচ্চ ধর্মীয় নেতা’র কাজ করবেন বর্তমান তালেবান প্রধান হায়বাতুল্লা আখুন্দজাদা।

মূল কয়েকটি মন্ত্রণালয়ের মধ্যে থাকছে বিচার, অভ্যন্তরীণ নিরাপত্তা তথা গোয়েন্দা বিভাগ, প্রতিরক্ষা, পররাষ্ট্র, শিক্ষা, অর্থ, গণপূর্ত, তথ্য ও কাবুলবিষয়ক বিশেষ বিভাগ।

সূত্রগুলোর মতে, মন্ত্রণালয়গুলোতে তাজিক, উজবেকদের মতো জাতি-গোষ্ঠীগুলোর নেতাসহ নতুন নতুন মুখ আনতে চায় তালেবান। সেই লক্ষ্যেই গত কয়েকদিন নিরবচ্ছিন্নভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন এর নেতারা। ইতোমধ্যে অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্তত পাঁচ মন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। মোল্লা গুল আগা ইসহাকজাইকে করা হয়েছে ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী। মোল্লা ইব্রাহিম সদরকে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী ও হেমাত আখুন্দজাদাকে দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রীর দায়িত্ব।

এছাড়া গোয়েন্দা প্রধানের দায়িত্ব পেয়েছেন নাজিবুল্লাহ। কাবুল গভর্নর হিসাবে মোল্লা শিরিন ও রাজধানী কাবুলের মেয়র হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে হামদুল্লাহ নোমানিকে।

এই লক্ষ্যগুলো সামনে রেখেই গত সপ্তাহে (২৩ আগস্ট) কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে অনুষ্ঠিত হয় ‘লয়া জিরগা’ বা গ্রেট কাউন্সিল। যাতে অংশ নেন সংগঠনের প্রায় ৮০০ খ্যাতনামা আলেম বা পণ্ডিত।

কাউন্সিলে ভবিষ্যৎ সরকারের রূপরেখা এবং সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়সহ বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই সঙ্গে মন্ত্রিসভার তথা নির্বাহী কাউন্সিলের সদস্যদের চূড়ান্ত তালিকা প্রণয়নের সিদ্ধান্ত হয়। এই কাজ অর্পণ করা হয় সংগঠনের তিন উপপ্রধানের দুজন তথা মোল্লাহ মোহাম্মদ ইয়াকুব ও সিরাজুদ্দিন হাক্কানিকে। এই দুই নেতার একজন নতুন সরকারের প্রধান হতে পারেন বলে মনে করা হচ্ছে।

প্রতিদিনবিডি২৪/ডেস্ক;

ভালো লাগলে এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© All rights reserved 2020 protidinbd24

কারিগরি সহায়তা WhatHappen