সিলেট-৩ আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে, ভোটার উপস্থিতি কম;
সিলেট-৩ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৮ টায়। তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে তিনটি উপজেলার ১৪৯ কেন্দ্রে এই ভোট গ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত।
আজ শনিবার সকাল থেকে কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা, তবে বেলা ১টা পর্যন্ত ভোটারের তেমন উপস্থিতি চোখে পড়ছে না।হয়তো দুপুরের পরে ভোটারদের উপস্থিতি ভাল হতে পারে।
আওয়ামী লীগের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিব ছাড়াও জাতীয়পার্টির আতিকুর রহমান আতিক, বিএনপি দলীয় সাবেক এমপি ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী ও বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মো. মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনের মোট ভোটার সংখ্যা ৩৫২ হাজারের মত। নির্বাচনে সব কটি কেন্দ্রেই ইভিএমে ভোট গ্রহণ করা হচ্ছে। নির্বাচন শান্তিপূর্ণ করতে কেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি প্রতিটি ইউনিয়নে একটি করে ভ্রাম্যমান আদালত রয়েছে।
প্রতিদিনবিডি২৪/একে আজাদ;
Leave a Reply