1. [email protected] : admin :
বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২, ০৭:৫০ পূর্বাহ্ন
আমাদের ভিষন;
*সত্য প্রকাশে আমরা দূর্বার*
প্রধান খবর
অপরাধটা কী আওয়ামী লীগের? ‘যে তারা সরকারকে উচ্ছেদ করতে চায়।’ আতসবাজি তৈরীর গোডাউনে বজ্রপাত; বদরের চেতনা জেগে উঠুক মুমিন হৃদয়ে; কুমিল্লা পাসপোর্ট অফিসে এলেই সাংবাদিকগো ক্যামেরায় পাওয়ার বাড়ে… জাল দলিল, প্রতারনা ও জবরদখলের সর্বোচ্চ শাস্তি ৫ বছর জেল; নিখোঁজ ইলিয়াস আলী সম্পর্কে স্ত্রী লুনা। টিসিবি কার্ড পেয়েছেন প্রবাস ফেরত ব্যক্তি, মেম্বরের বাবা, ছেলে, বোনসহ সচ্ছল আত্মীয়-স্বজনরা। পাসপোর্টের বড় ঘুষখোরের তালিকায় এবার সচিবের নাম, ঈদের পর সরকার পতনের আন্দোলন শুরু; দুলু, জলঢাকায় স্কাউটস দিবস উপলক্ষে মাক্স বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত। একেকটি পরিবার দুই-তিনটি গাড়ি বের করবেন আবার ট্রাফিক জ্যাম হলে গালি দেবেন, এটা তো চলবে না।’ সত্য বাদী গাঁজা খোর গ্রেপতার হয়ে হেসে দিলেন, হাসলেন পুলিশ জনতাও; চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক আসামী আশিষ চৌধুরীর বাসা ঘিরে রেখেছে র‍্যাব; অধিকার মর্যদায় বৈষম্য হলে যেতে পারবেন আদালতে সংসদে বিল উত্থাপন; মানবতাবিরোধী অপরাধে সাবেক আ.লীগ নেতা মোবারকের মৃত্যুদণ্ড; মেয়ের ধর্ষণকারীর শিরচ্ছেদ ও টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিলেন বাবা’ জলঢাকায় শহীদ শেখ ফজলুল হক মনি স্মৃতি সংসদ এর স্বাধীনতা দিবস উপলক্ষে বণ্যাঢ্য শোভাযাত্রা Thanks ২বছর পুর্তিতে প্রতিদিন বাংলাদেশ অনলাইন নিউজের সকল কলাকুশলী পাঠক শুভাদ্যুনায়ীদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। জলঢাকায় টিসিবির (ট্রাকসেল) পন্য বিক্রয়ের উদ্বোধন।

আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন অস্ত্র নিয়ে তালেবানের কুচকাওয়াজ।

  • সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ১৩০ বার পড়া হয়েছে

আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন অস্ত্র নিয়ে তালেবানের কুচকাওয়াজ।

আফগানিস্তানের রাজধানী কাবুলে কুচকাওয়াজ চালিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। এতে মার্কিন বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া বিভিন্ন সামরিক সরঞ্জাম প্রদর্শন করেছে গোষ্ঠীটি।

রোববারের এই কুচকাওয়াজে যুক্তরাষ্ট্রের তৈরি সাঁজোয়া যানের পাশাপাশি রাশিয়ান হেলিকপ্টারও ব্যবহার করা হয় বলে রয়টার্স জানিয়েছে।

তালেবানের এ সামরিক কুচকাওয়াজে যুক্তরাষ্ট্রের তৈরি কয়েক ডজন এম-১১৭ সাঁজোয়া যান অংশ নেয়। মাথার ওপরে আকাশে মহড়া দেয় কয়েকটি এমআই-১৭ হেলিকপ্টার। অনেক সেনাকে যুক্তরাষ্ট্রের তৈরি এম-৪ অ্যাসল্ট রাইফেল বহন করতে দেখা গেছে।

তালেবানের বেঁধে দেওয়া সময়ের মধ্যে তাড়াহুড়া করে কাবুল ত্যাগের কারণে সব সামরিক বিমান নিজ দেশে ফেরত নিতে পারেনি যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী আফগান ছাড়ার সঙ্গে সঙ্গে বিপুল সামরিক শক্তিরও অধিকারী হয়েছে গোষ্ঠীটি।

আফগান বাহিনীকে দেওয়া যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সব সমরাস্ত্র এখন তালেবানের কব্জায়। এখন তাদের পরিত্যক্ত ১১ সামরিক ঘাঁটিসহ ন্যাটো সেনাদের ফেলে যাওয়া সব অস্ত্রই তালেবানের নিয়ন্ত্রণে।

তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খাওরাজমি জানান, নতুন প্রশিক্ষিত ২৫০ সেনাসদস্যের গ্র্যাজুয়েশন উপলক্ষে এ কুচকাওয়াজের আয়োজন করা হয়।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, গত ২০ বছরে তারা আফগান বাহিনীর পেছনে খরচ করেছে ৮৩ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু তাদের এ প্রশিক্ষণ ও অস্ত্রপাতি তালেবানের হামলার ঠেকাতে পারেনি বরং মার্কিন সেনাদের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত আফগান নিরাপত্তা বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য তালেবানে যোগ দিয়েছে।

দীর্ঘদিন ধরেই কালাশনিকভ ও একে-৪৭ এর মতো অস্ত্র দিয়ে যুদ্ধ চালিয়ে এসেছে তালেবান যোদ্ধারা। এখন তাদের হাতে শোভা পাচ্ছে এম-ফোর কার্বাইন এবং এম-১৬ এর মতো অত্যাধুনিক সব সমরাস্ত্র।

শুধু যুদ্ধযান বা অস্ত্রই নয়, যুক্তরাষ্ট্রের এ টুয়েন্টি নাইন সুপার টুকানো যুদ্ধবিমান, ব্ল্যাকহক, স্কাউট অ্যাটাক, স্ক্যানঈগল মিলিটারি ড্রোন’সহ দুই শতাধিক হেলিকপ্টার পেয়েছে তালেবান। এমনকি ভারতের এম-৩৫ হেলিকপ্টারও দখলে নিয়েছে তারা।

প্রতিদিনবিডি২৪/সাইকা;

ভালো লাগলে এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© All rights reserved 2020 protidinbd24

কারিগরি সহায়তা WhatHappen