1. [email protected] : admin :
শুক্রবার, ১১ মার্চ ২০২২, ০৮:৫৭ পূর্বাহ্ন
আমাদের ভিষন;
*সত্য প্রকাশে আমরা দূর্বার*
প্রধান খবর
প্রাথমিকে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ; পদের মেয়াদ শেষ হয়েছে ১ মার্চ, গুরুত্বপূর্ন অনেক ফাইল এখনো তার বাসায়; দেশে নীরব দুর্ভিক্ষ চলছে: মির্জা ফখরুল, আজকে বাংলাদেশে কোনো মানুষ না খেয়ে থাকে না: হাছান মাহমুদ; সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফের ছোট ভাই মোহতেশাম হোসেন বাবর গ্রেফতার; খোলা ট্রাকে টিসিবি’র পন্য বিক্রি শুরু; কুমিল্লায় ২১মামলার আসামী অস্ত্রসহ গ্রেপতার; বেপরোয়া মোটরসাইকেল চালানোয় লাশ হলেন তিন আরোহী ; জলঢাকায় ৪র্থ জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। ইসির টালবাহানা আর “মুলা” দেখিয়ে কোনো লাভ হবেনা : মির্জা ফখরুল ; ৬০ বছর বয়সের পর সবার জন্য পেনশন পদ্ধতি; স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সিগারেট বিক্রি বন্ধ চায় বরিশালের তরুণরা। রূপনগর কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের সভাপতি বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, সাধারন সম্পাদক আলহাজ্ব রমজান আলী মাদবর; বর্ণাঢ্য আয়োজনে জলঢাকা রিপোর্টার্স ইউনিটির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত; দলকে তৃণমূল পর্যন্ত ঢেলে সাজানোর পাশাপাশি বিএনপি জামায়াতের অপ্রচারের জবাব দেবেন তারা। জাল নথি তৈরী ও দূর্নীতির আখড়া দীঘলিয়া ভুমি অফিস খুলনা; লিয়াকত ও প্রদীপের ফাঁসি, ৬জনের যাবজ্জীবন ৭জন বেকসুর খালাসের আদেশ; জলঢাকায় মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল ঢাকা এর শীতার্তদের মাঝে কম্বল ও শোয়েটার বিতরণ; ঘরের ইঁদুর বাঁধ কাটলে দোষ দেব কাকে? মেট্রোরেলের শেষ ভায়াডাক্ট বসলো জাতীয় প্রেসক্লাবের সামনে; জলঢাকায় রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপনের মাধ্যমে সমলয় চাষাবাদ উদ্বোধন;

প্রধানমন্ত্রী বললেন “আপনি ভাতা নেন, একলা এভাবে কতদিন চলবেন”

  • শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৮৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী বললেন “আপনি ভাতা নেন, একলা এভাবে কতদিন চলবেন”

রমা বললেন, “ছেলে দিয়েছি, স্বামী দিয়েছি, সম্ভ্রম দিয়েছি। তার তো ক্ষতিপূরণ হবে না। ভাতা নিয়ে কি করব!”

ধর্ষিতা হওয়ায় যুদ্ধের পর তাকে একঘরে করে দেয়া হয়। অথচ তিনি পূর্ব পাকিস্তানের প্রথম নারী স্নাতকোত্তর।

নিজের হাতে বই লিখতেন, সে বই ছাপাতেন, ফেরিওয়ালার মতো বাড়ি বাড়ি গিয়ে বই ফেরি করতেন, পয়সা যা হতো তাই দিয়ে একলা মানুষটার জীবন চলতো। এই মানুষটির বাড়ি আদতে একটি খড়ের চালার কুঁড়েঘর। যার আশপাশের বাসিন্দা কুকুর, বেড়াল, কাক, পেঁচা।

জুতো পরতেন না রমা। লোকজন জিজ্ঞেস করলে বলতেন, এই মাটিতে আমার ছেলেরা ঘুমায়, জুতো পরে ওদের বুকের রক্তের ওপর পাড়া দিয়ে হাঁটব কি করে !

এই রমা আমাদের যুদ্ধজননী। ৪৫ বছর যিনি খালি পায়ে রৌদ্রতপ্ত পিঁচঢালা পথে হেঁটে বেড়িয়েছেন। নিজের চোখের সামনে সন্তানদের মৃত্যু দেখেছেন, যিনি দু’চোখে দেখেছেন পাকিস্তানের দোসররা মানুষের ঘরবাড়ি দাউদাউ করে জ্বালিয়ে দিতে।

এদেশ থেকে তাঁর নেয়ার কিচ্ছু নেই, দেবার ছিল। দিয়ে গেছেন। তাঁর মৃত্যু লজ্জায় ডুবিয়ে দিয়ে গেছেন গোটা জাতিকে ।

ভেবেছিলেন বই বেচা পয়সায় একটি অনাথ আশ্রম করবেন, তার সে আশা আর পূর্ণ হয় নাই।

এমন কতো রমা চৌধুরী এখনো যুদ্ধ করেন, এখনো খালি পায়ে হেঁটে বেড়ান, কত আজাদের মা সাফিয়া বেগমরা ভাত খান না শতবছর, কত জাহানারা ইমাম আগলে রাখেন রুমিদের মেডেল-ট্রফি।

এঁদের যুদ্ধের কাছে বারবার হেরে যায় বাংলাদেশ, সে হারায় দুঃখ নেই, আছে লজ্জা, আছে গর্ব, আছে প্রেরণা।

মাটিতেই তো ছিলেন আজীবন। কবরে থাকতে অসুবিধে হবে না মায়ের। স্রষ্টা আমাদের মতো নির্মম নন।

৩০ লক্ষ শহীদের রক্ত আর ২লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া আমার এই সোনার বাংলাদেশ।
বিজয়ের মাসে শ্রদ্ধা ভরে স্বরন করছি সেই সব বীর শহীদানদের। যেখানে থাকুন ভালো থাকুন রমা চৌধুরীরা;

ফেসবুক থেকে সংগৃহীত ;

প্রতিদিনবিডি২৪/একে আজাদ;

ভালো লাগলে এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© All rights reserved 2020 protidinbd24

কারিগরি সহায়তা WhatHappen